বাংলাদেশ নামের ইতিহাস।
আমারা জানি,আমাদের দেশের নাম বাংলাদেশ।তবে সংবিধান অনুযায়ী নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।এই নামেরও একটা ইতিহাস আছে।বলার অপেক্ষা রাখে না দেশের নামের সঙ্গে ভূখণ্ডের সীমানার সস্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।আর নানা সময়ে এয সীমানারও বদল হয়েছে।প্রাচীনকালে আমাদের বাংলাদেশ নানা জনপদে বিভক্ত ছিল।তা এই গ্রন্থের শুরুর দিকে আলোচনা করা হয়েছে।মহাভারত এবং গ্রিক ঐতিহাসিক টলেমির লেখায় বাংলা নামের উল্লেখ পাওয়া যায়।তার অনেক পরে ১৩৪২ খ্রিষ্টাব্দে শামসউদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম বাংলার তিনটি প্রধান কেন্দ্র লখনৌতি বা লক্ষণাবতী(গৌড়),সাতগাঁও(রাঢ়)ও সোনারগাঁ(বঙ্গ)-কে একত্র করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেছিলেন।এর স্বাধীনতা ২০০ বছর স্থায়ী হয়েছিল।ইলিয়াস শাহের উপাধি ছিল'শাহ-ই-বাঙ্গালাহ;'শাহ-ই-বাঙ্গালিয়ান;'সুলতান-ই-বাঙ্গালাহ'।আর তখন থেকে সমগ্র বাংলা অঞ্চল'বাঙ্গালাহ'নামে পরিচিতি লাভ করে।মুঘল আমলের সম্রাট আকবরের সময় থেকে বাংলা পরিচয় হয়'সুবাহ বাংলা নামে।তবে,ইউরোপীয়রা বিশেষভাবে পর্তুগিজরা'বেঙ্গালা'নামে অভিহিত করেছে এই অঞ্চলকে এবং ইংরেজরা বলত'বেঙ্গল'।ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বাংলা নামে পৃথক প্রদেশ করা বাংলার অধীনে ছিল বিহার উড়িষ্যা এবং ছোট নাগপুর।পরে ১৯০৫ সালে বর্তমান বাংলাদেশ ও ভারতের আসাম নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ গঠন করা হয়।আন্দালনের মুখে ৫ বছর পরে বঙ্গভঙ্গ বাতিল করে ইংরেজ সরকার।১৯৪৭ সালে ইংরেজ শাসনের অবসান হলে পশ্চিমবঙ্গ ভারতে আর পূর্ববঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়।পাকিস্তান আমলেও আজকের বাংলাদেশ পূর্ববঙ্গ নামেই পরিচিত ছিল। পাকিস্তান সরকার পূর্ববঙ্গ পরিবর্তন করে পূর্ব পাকিস্তান নামকরণ করলে বঙ্গবন্ধু এর বিরোধিতা করেন।বঙ্গবন্ধু বলেন বাংলা নামের দীর্ঘ ইতিহাস ঐতিহ্য আছে।তাই বাংলার নাম পরিবর্তনের পূর্বে গণভোটের মাধ্যমে এই অঞ্চলের মানুষের মতামত গ্রহণ করতে হভে।১৯৭১ সালে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে সগৌরবে প্রতিষ্ঠিত আমাদের প্রিয় বাংলাদেশ।
#জনি
#MdJoniHossain
0 মন্তব্যসমূহ