জাতীয় সংগীতের ইতিহাস।

জাতীয় সংগীতের ইতিহাস।

আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি'-সংগীতটি আমাদের জাতীয় সংগীত।১৯০৫ সালে ব্রিটিশ সরকার বাংলাকে বিভক্ত করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি করে।এরই পরিপ্রেক্ষিতে ১৯০৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এ সংগীত রচনা করে।বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় এটি অত্যন্ত জনপ্রিয় ছিল।গানটি ১৯৭১ সালের ৩ রা জানুয়ারি ঢাকায় এক বিশাল জনসভায় এবং পরে ৩ রা মার্চ ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত জনসভায় পুনরায় গাওয়া হয়।ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্দ্ধু শেখ মুজিবুর রহমানের  ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রাক্কালে গানটি গাওয়া হয়।মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার এই গানটিকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হয়। স্বাধীনতার পর সাংবিধানিকভাবে (অনুচ্ছেদ ৪.১) আমার সোনার বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীতরূপে ঘোষিত হয়।গানের প্রথম ১০ লাইন কণ্ঠসংগীত এবং প্রথম ৪ লাইন যন্ত্রসংগীত হিসেবে পরিবেশনের বিধান রাখা হয়।

#BANGLADESH History
#MdJoniHossain

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Bangladesh History