World River Day 2021

Would River Day 2021

 আজ বিশ্ব নদী দিবস। দখল-দূষণে দেশের নদীগুলো বিপন্নপ্রায়। নদী দেখভালে অনেক মন্ত্রণালয় থাকলেও যথাযথ সমন্বয় ও আইন প্রয়োগ নাই। 


দেশের নদীগুলোকে বাঁচিয়ে রাখার মতো একক কোনো মন্ত্রণালয়, কমিশন, অধিদপ্তর নেই। নদী দেখভালে যেসব মন্ত্রণালয় রয়েছে, তাদের মধ্যেও সমন্বয়ের ভীষণ অভাব। নদী সুরক্ষার চেয়েও সর্বনাশ করার মতো অনেক মন্ত্রণালয় আছে। যার যত বেশি দায়িত্ব ছিল, আনুপাতিক হারে তারা তত বেশি সর্বনাশ করছে নদীগুলোর। 


নদীমাতৃক বাংলাদেশের মানুষের নদীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় কৈশোর থেকে। কিন্তু দখল ও দূষণে দেশের নদীগুলো হারিয়ে যেতে শুরু করেছে। নদীর নাব্যতা হারিয়েছে, হারিয়েছে সৌন্দর্য। তবু অনেক নদীর রূপ এখনো মন কাড়ে। বাংলার নদ-নদী একেক সময় একেক রূপ ধারণ করে। বর্ষার পানিতে প্রাণ ফিরে পায় নদী। শুকনা মৌসুমে থাকে উল্টা চিত্র। নদী রক্ষার তৎপরতা শুধু দেশেই নয় গোটা বিশ্বেই। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার পালিত হয় বিশ্ব নদী দিবস।


নদী দিবসে নদী রক্ষায় আমাদের দাবিঃ 

★ দেশের নদীগুলো দূষণ মুক্ত করুন। 

★ দেশের নদীগুলো দখল মুক্ত করুন। 

★ নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

★ দেশের নদীগুলো বাঁচাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। 


#সেইভ_ফিউচার_বাংলাদেশ 

#সময়_এসেছে_পরিবর্তন_হওয়ার 


#SaveFutureBangladesh #SFB

#ItsTimeForAChange 

#SaveEnvironmentBangladesh 

#BangladeshAlreadySuffering 

#climatechangebangladesh #Bangladesh 

#climatecrisisbangladesh #River 

#WorldRiversDay #WorldRiverDay2021 

#SaveRiver #stoppollution #waterpollution 

#SaveBiodiversity #নদী_বাঁচাও #পরিবেশ_বাঁচাও


Post:Md Joni Hosssin

পোস্ট সংগহ ঃনয়ন সরকার (প্রতিষ্ঠাতা সেউভ ফিউচার বাংলাদেশের)


Page:www.facebook.com/SaveFutureBangladesh

Md Joni 

Nayon Sorkar:www.facebook.com/nayonsorkabd

Hossain:www.facebook.com/mohammadJoniOfficial

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Bangladesh History