Md Joni Hossain |
বিশ্ব উষ্ণয়ানের ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং এই দ্বারা অব্যাহত থাকলে ২০৭০ থেকে ২১০০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ১ থেকে ১.৫ মিটার বৃদ্ধি পাবে যা সারা বিশ্বের প্রাণী জগতের জন্য মারাত্মক হুমকি স্বরুপ এবং উপরিউক্ত কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সমুদ্রের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের ২০% এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে এবং ২০৫০ সালের মাধ্যে ২ কোটিরও বেশি মানুষ জলবায়ু উদ্বাস্তু হবে ও বাংলাদেশ উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং জলবায়ু শরনার্থীরা অন্য জেলায় গিয়ে আশ্রয় নিবে এতে শহর গুলো বসবাসের উপযোগীতা হারাবে বলছে, গবেষকরা।
এমতাবস্থায় জলবায়ুর সুবিচারের দাবিতে ও জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে জলবায়ু ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এবং কার্বন নিঃসরণ শূন্যে কোঠায় নামিয়ে আনার দাবি নিয়ে আমরা "জলবায়ু ধর্মঘট" করবো।
আমাদের সাথে আপনারাও অংশগ্রহণ করুন।
যুক্ত হতে রেজিষ্ট্রেশন করে ফেলুনঃ https://forms.gle/GdnMLVUUVYrNFHDT9
বিস্তারিত আপডেট জানতেঃ আমাদের সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকুন।
👉:https://www.facebook.com/savefuturebangladesh/
👉:https://twitter.com/SaveFutureBd?s=09
👉:https://www.instagram.com/savefuturebangladesh
তারিখ - ২২ অক্টোবর, ২০২১ (শুক্রবার)
সময় - সকাল ১০ ঘটিকা
স্থান - মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ ভবনের সামনে।
ছবিঃ মামুনুর রশীদ
#SaveFutureBangladesh #SFB
#ItsTimeForAChange #SFB_Strike
#FridaysForFuture #ClimateChangeBangladesh
#ClimateCrisisBangladesh
#BangladeshAlreadySuffering
#BangladeshWantsClimateCompensation
#ClimateStrikeBangladesh #GlobalClimateStrike2021 #globalclimatestrike #globalwarming #ClimateActionNow #climatechange #ClimateJusticeNow #climateaction #ClimateCompensation #climatecrisis #FightFor1Point5 #StopGlobalWarming #StopClimateChange #climatestrike #NoMoreEmptyPromises #SaveEarth #SaveBangladesh #ClimateJustice
#FaceTheClimateEmergency
0 মন্তব্যসমূহ