ঈগলস অ্যাডভেঞ্চার ক্যাম্প ২০২২ ২৪ থেকে ২৬ই জুন, ২০২২ পর্যন্ত ঈগলস ওপেন স্কাউট গ্রুপ এর পূর্ব নির্ধারিত বার্ষিক অ্যাডভেঞ্চার ক্যাম্পে

কমলাপুর রেলস্টেশনে যাত্রা পথে

চন্দ্রনাথ পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক।সীতাকুণ্ড শহরের পূর্বে অবস্থিত চন্দ্রনাথ শৃঙ্গ প্রায় ১০২০ফুট (প্রায়) অথবা (৩১০ মিটার) উঁচু এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান। রাজবাড়ি টিলার উচ্চতা ৯০০ ফুট এবং সাজিঢালার উচ্চতা ৮০১ ফুট। চট্টগ্রাম শহরের কাছাকাছি এসে এই পাহাড়ের উচ্চতা অনেক কমে এসেছে। চট্টগ্রাম শহরের উপকন্ঠে বাটালি হিলের উচ্চতা ২৮০ ফুট এবং শহর থেকে সামান্য উত্তরে নঙ্গরখানা ২৯৮ ফুট উঁচু।এখানে রয়েছে সহস্রধারা আর সুপ্তধারা নামের দুটি জলপ্রপাত। মীরসরাই অংশে রয়েছে খৈয়াছড়া, হরিণমারা, হাটুভাঙ্গা, নাপিত্তাছড়া, বাঘবিয়ানী, বোয়ালিয়া, অমরমানিক্যসহ আরো অনেক অনেক ঝর্ণা ও জলপ্রপাত। পূর্বদিকে এই পাহাড় থেকে উৎসারিত হয়ে কয়েকটি ঝর্ণা তথা খাল হালদা নদীতে গিয়ে মিলিত হয়েছে। এর মাঝে গজারিয়া, বারমাসিয়া, ফটিকছড়ি, হারুয়ালছড়ি এবং বোয়ালিয়া অন্যতম। পশ্চিম দিকে মহামায়া, মিঠাছড়া সহ আরো কয়েকটি ছড়া ও ঝর্ণা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বর্তমানে মহামায়া ছড়ার উপর একটি রাবার ড্যাম নির্মিত হয়েছে। এই লেক দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক, তাছাড়া নীলাম্বর হ্রদ নামে একটি মনোরম লেক এই পাহাড়ের পাদদেশে অবস্থিত।আমরা স্কাউটসহ বড়ভাইসহ আমরা ১৬ জন অ্যাডভেঞ্চার জন্য চট্টগ্রাম যায়।আমি আর এক বড় ভাই দুইজন ৭ঃ৩০ বাসা থেকে বের হয় তার আমরা যায় সাতরাস্তা এক বড় ভাই জন্য। তার আমরা ৩ কমলাপুর উদেশ্য বের হয়।সবার আগে আমার ৩ দিন জন চলে যায়।তার সবই আসে এবং আমাদের ট্রেন ছাড়ে রাত ১২ টায়।ট্রেনে যখন চলছিলো রাতে এক অসাধারণ লাগছিলো চারপাশ দৃশ্য। আমরা সীতাকুণ্ড ৮ঃ১০ পৌছায়। ট্রেন থেকে নিবে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করি এরপর সিএনজি ভাড়া করে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদেশ্য রনা হয়।বিশাল পাহাড় দেখে পুরো মনোমুগ্ধকর হয়ে গেলাম। আমার পাহাড়ের উঠা শুরু করলাম। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Bangladesh History